Friday 11 September 2015

ঢাকায় ভোটার তালিকা হালনাগাদ শুরু


রাজধানী ঢাকাসহ ১৩৮ উপজেলা ও থানায় ভোটার তালিকা হালনাগাদের কাজ আজ সোমবার থেকে শুরু হয়েছে। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবারের মতো এবারও তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ করবেন। ২২ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ চলবে। ইতিমধ্যে ২৫ জুলাই পর্যন্ত সারা দেশে ৫১৪টি উপজেলা ও থানার মধ্যে ৩৭৬টি উপজেলার তথ্য সংগ্রহের শেষ হয়েছে।


১ জানুয়ারি ১৯৯৮ বা তার আগে যাঁদের জন্ম অর্থাৎ​ ১ জানুয়ারি ২০১৬ সালে যাঁদের বয়স ১৮ বা তার বেশি, তাঁদের তালিকাভুক্ত করা হবে। ২০১৬ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে দাব বা আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০১৭ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, এবারের হালনাগাদে তাদের তথ্যও সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।

সূত্রঃ http://www.prothom-alo.com/bangladesh/article/625102/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

No comments:

Post a Comment